পাসপোর্ট করতে কি কি লাগে

পাসপোর্ট ছাড়া বিদেশ যাওয়া অসম্ভব। কিন্তু অনেকে জানেন না পাসপোর্ট কিভাবে করতে হয় কিংবা পাসপোর্ট করতে কি কি লাগে। আপনি যদি সম্প্রতি বিদেশ যাওয়ার চিন্তাভাবনা করে থাকেন কিংবা নিজের একটি পাসপোর্ট করবেন বলে ভেবে থাকেন তাহলে এই লেখাটি আপনার জন্য। তো চলুন জেনে নেই ২০২৪ সালে একটি পাসপোর্ট করতে কি কি কাগজপত্র দরকার হয়।

বর্তমানে পুরনো মডেলের এমআরপি পাসপোর্ট এর পরিবর্তে নতুন ইলেকট্রনিক পাসপোর্ট দেওয়া হয়। আপনি ইচ্ছে করলেও পুরনো মডেলের এমআরপি পাসপোর্ট আর নিতে পারবেন না। অথবা পুরনো পাসপোর্ট নবায়ন করতে গেলেও আপনাকে ই পাসপোর্ট নিতে হবে।

একটি মজার ব্যাপার হচ্ছে এশিয়া মহাদেশের প্রথম দেশ হিসেবে বাংলাদেশের সর্বপ্রথম ইলেকট্রনিক পাসপোর্ট সেবা চালু হয়। এই পাসপোর্ট পেতে আপনার কি কি প্রয়োজন হবে।

৫ বছর কিংবা ১০ বছর মেয়াদী পাসপোর্টের আবেদনের জন্য অবশ্যই জাতীয় পরিচয়পত্র প্রয়োজন। কিন্তু যাদের বয়স ২০ বছরের নিচে তাদের জন্ম সনদ দিয়েই পাসপোর্টের জন্য আবেদন করা যাবে। তাছাড়া আবেদনকারীর পিতা-মাতার ভোটার আইডি কার্ড লাগবে।

পাসপোর্ট করতে কি কি লাগে

তবে আপনি যদি সরকারি চাকরিজীবী হন তাহলে অতিরিক্ত কাগজ হিসেবে NOC এবং GO প্রয়োজন হবে। তারপর পাসপোর্টের জন্য 3R সাইজের ছবি, টাকা পরিশোধের চালান রশিদ দরকার হবে।

পাসপোর্টের ধরন এবং বয়স ভেদে প্রয়োজনীয় কাগজপত্র কিছুটা ভিন্ন হতে পারে।

প্রাপ্ত বয়স্কদের জন্য পাসপোর্ট করতে কি কি দরকার হয়:

১. জাতীয় পরিচয়পত্র অথবা নাগরিক সনদপত্র
২. চেয়ারম্যান সার্টিফিকেট
৩. পাসপোর্টের জন্য অনলাইনে পূরণ করে আবেদন ফরম
৪. অনলাইনে ফি পরিশোধের কপি
৫. পাসপোর্টের জন্য আবেদনকারী যদি স্টুডেন্ট হয়ে থাকে তাহলে শিক্ষার্থী আইডি কার্ড।
৬. আবেদনকারী চাকুরিজীবী হলে কর্মস্থলের আইডি কার্ড
৭. সদ্য তোলা 3R সাইজের ছবি।

তবে শিশুদের ক্ষেত্রে জন্ম সনদ, ঠিকা কার্ড, পিতা মাতার ভোটার আইডি কার্ড, আবেদনের কপি, টাকা পরিষদের কপি ও ছবি প্রয়োজন হয়। যেহেতু শিশুদেরকে নাগরিক সনদপত্র বা ভোটার আইডি কার্ড দেওয়া হয় না তাই পিতা-মাতার ডকুমেন্টগুলো অবশ্যই লাগবে।

একটি পাসপোর্ট করতে কি কি লাগে সেটা সম্পর্কে আশা করি আপনাদের ধারণা হয়েছে। তাই পাসপোর্টের জন্য আবেদন করার আগে অবশ্যই প্রয়োজনীয় কাগজপত্র গুলো গুছিয়ে রাখবেন। না হলে অযথা দেরি এবং ঝামেলা হতে পারে। পাসপোর্ট এর আবেদন করার সময় অবশ্যই বিভিন্ন নামের বানানগুলো মনোযোগ সহকারে বারবার পড়ে নিবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *