সম্প্রতি শাকিব খানের নতুন ছবি “তুফান” এর teacher প্রকাশ পেয়েছে। ১ মিনিট ২১ সেকেন্ডের এই টিজারটি বাংলা সিনেমার ইতিহাসই যেন বদলে দিচ্ছে এমনটাই মতামত সবার। এদেশের সিনেমার সকল ইতিহাস লন্ডভন্ড করে দিয়ে বছরের সবচাইতে আলোচিত সিনেমা হবে তুফান।
তুফান ছবিতে শাকিব খানের লুক একেবারেই অন্যরকম। সেই সাথে রয়েছে ধুমধুমার একশন। সেই সাথে বাংলাদেশের আরেক জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর উপস্থিতিতে আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো অবস্থা হয়েছে। তার উপস্থিতি পুরো টিজারে আলাদা একটি মাত্রা যোগ করেছে।
গত মঙ্গলবার আলফা আই, চরকি, এসভিএফ এর অফিসিয়াল পেজগুলো থেকে তুফান সিনেমার টিজারটি আপলোড করা হয়। তুফান সিনেমার ঘোষনার পর থেকেই সিনেমা প্রেমী ও শাকিব ভক্তদের মধ্যে চাঞ্চল্যকর পরিবেশের সৃষ্টি হয়েছিল। সেই সাথে কিছুদিন আগে প্রকাশিত হয়েছিল শাকিব খানের তুফান সিনেমার একটি পোস্টার। সেটি দেখেই অনেকে বুঝে গিয়েছিলেন কি হতে যাচ্ছে এই সিনেমাতে। সিনেমাটির টিজার দেখে সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম গুলোতে অনেক প্রশংসামূলক কমেন্টস করছেন দর্শকরা।
তুফান শাকিব খানের নতুন মুভি
শাকিব খানের নতুন এই সিনেমা নিয়ে পরিচালক রাইফেল রাফি মন্তব্য করেন, তুফান এমন একটি সিনেমা হতে যাচ্ছে যেটির মাধ্যমে সারাবিশ্বের মানুষ বাংলা সিনেমা কে চিনবে। অনেক সিনেমায় তার ইন্ডাস্ট্রিকে পরিবর্তন করে, টেনে নিয়ে যায় অন্য এক উচ্চতায়। তুফান আমার একটি স্বপ্নের সিনেমা। সেই সাথে আমার সিনেমায় শাকিব ভাইকে পাওয়া স্বপ্নের মত। আশা করি বাংলা সিনেমা ইতিহাস হয়ে থাকবে এটি।
রায়হান রাফি আরো বলেন, আমাদের বাংলাদেশের সিনেমা ও একসময় সারা পৃথিবী জুড়ে শত কোটি টাকার বিজনেস করবে। হতে পারে শাকিব খানের তুফান সিনেমা দিয়ে এসে যাত্রা শুরু।
পরিচালক রায়হান রাফি অনেকদিন ধরেই দক্ষিণের কেজিএফ, পুষ্পার মত কোন গডফাদার কিংবা গ্যাংস্টার ঘটনার ছবি তৈরি করার ইচ্ছা ছিল। এরকম সিনেমা করার মত নায়ক বাংলাদেশে একজনই আছেন আর তিনি হলেন শাকিব খান। তুফান সিনেমাটি অনেকটা আসে ধরনেরই প্লট নিয়ে তৈরি হয়েছে। এ ধরনের সিনেমা বাংলাদেশের আগে কখনো তৈরি হয়নি। এর আগে শাকিব খানের রাজকুমার এবং প্রিয়তমা ছবিটি বেশ ব্যবসাসফল এবং জনপ্রিয়তা লাভ করেছে।
মা লে মা গান শুনুন
শাকিব খানের তুফান সিনেমা যে প্রতিষ্ঠানগুলো প্রযোজনা করেছেন তারা বলেন, বড় পর্দার সিনেমা মানে শাকিব খান। এবার ঈদ উপলক্ষে সিনেমা হলগুলোতে তুফান তুলবে এক ঝড়। তুফান সিনেমাতে শাকিব খান ও চঞ্চল চৌধুরীর ছাড়াও অভিনয় করেছেন কলকাতার নায়িকা মিমি চক্রবর্তী, নাবিলা ও আরোও অনেকে।