মনোগামী দেখে দর্শক কি বলছেন

গায়িকা থেকে নায়িকা হয়েছেন জেফার। সম্প্রতি জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর সাথে তার একটি ওয়েব ফিল্ম মুক্তি পেয়েছে। যার নাম “লাস্ট ডিফেন্ডার অফ মনোগামী”। ঈদ উপলক্ষে চাঁদ রাতে চরকির অরিজিনাল ফিল্মটি মুক্তি পেয়েছে। তারপর থেকে এটা নিয়ে শোনা যাচ্ছে নানা রকম আলোচনা সমালোচনা।

জেফার পেশায় একজন সঙ্গীতশিল্পী। মনোগামী ফিল্মের মাধ্যমে তার অভিনয় জগতে পা রাখা। মোমোস্তফা সারোয়ার ফারুকী পরিচালিত এই ফিল্মের প্রধান চরিত্রে ছিলেন চঞ্চল চৌধুরী। ৩ আগস্ট ২০২৩ তারিখে চরকি “মিনিস্ট্রি অফ লাভ” নামের একটি প্রকল্পের ঘোষণা দেয়। যেই প্রকল্পে ১২ জন জনপ্রিয়তা নির্মাতা আলাদা ১২ টি ভালোবাসার গল্প নিয়ে ১২ টি ফিল্ম বানাবে। মনোগামী ওয়েব ফিল্মটি সেই প্রকল্পের একটি।

চরকিতে মনোগামী ওয়েব ফিল্ম দেখে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলোতে বিভিন্ন রকম মতামত জানাচ্ছে দর্শকরা। অনেকেই মোস্তফা সারোয়ার ফারুকীর ভূয়সী প্রশংসা করছেন। ফেসবুক পোস্টে এক দর্শক বলেছেন, ফারুকীর ফিল্ম গুলোর দৃশ্য বেশ সরল কিন্তু শেষ পর্যন্ত সেটি মনের মধ্যে অনেক দাগ কেটে যায়। মনোগামী ফিল্মেও ঠিক এমনটি ঘটেছে।

মনোগামী দেখে দর্শক কি বলছেন

উনার গল্পগুলো সবসময়ই আমাদের সমাজকে কোন না কোন বার্তা দেয়। একজন মানুষের ভেতরে ভালো-মন্দ দুটি দিকে থাকতে পারে। কিন্তু আমরা সব সময় চেষ্টা করি নিজেদের ভালো দিকগুলোকে সবার সামনে উপস্থাপন করা। নিজেকে ভালো রাখার জন্য নিজের খারাপ দিকের সাথে অনেক সময় যুদ্ধ করতে হয়। ফারুকী মনের এই যুদ্ধকে ফিল্মটির মাধ্যমে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন।

বিশেষ করে এই ফিল্মের চঞ্চল চৌধুরীর কিছু মজাদার দৃশ্য ছিল। একটি দৃশ্যে চঞ্চল চৌধুরীকে উপর হয়ে শুয়ে কান্না করতে দেখা যায়। যে দৃশ্যটি সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম গুলোতে বেশ ভাইরাল ও আলোচিত হয়েছে।

মনোগামী ওয়েব ফিল্মে আমাদের সমাজের অন্যতম একটি ট্যাবু ও পরকীয়ার বিষয়টি তুলে ধরা হয়েছে। এ বিষয়ে মনোগামী ফিল্মের নায়িকা জেফার বলেন, এখানে গল্পের সঙ্গে অনেকেই নিজেকে রিলেট করতে পেরেছেন। অনেক দর্শকই নাকি এই মতামত জানিয়েছেন।

বাংলা ওয়েব সিরিজ ২০২৪

জেফার আরো বলেন, ফারুকী ভাই ও চঞ্চল ভাই দুজন অনেক উচু মাপের শিল্পী। তাদের সাথে কাজ করে আমি যেমন অনেক কিছু শিখেছি তেমনি অনেক সাপোর্ট পেয়েছি। যা আমার অভিনয় জীবনে অনেক হেল্পফুল ছিল। তাছাড়া মনোগামী ওয়েব ফিল্মে আমার প্রথম অভিনয় তাই কিছুটা ভয় এবং মজা দুটোই ছিল। আশা করি দর্শকরা মনোগামী ওয়েব ফিল্মটি অনেক এনজয় করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *