ভাইরাল গরুর ছবি নিয়ে ব্যাখ্যা দিলেন নায়িকা ভাবনা

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নায়িকা ভাবনার একটি ছবি নিয়ে খুব আলোচনা সমালোচনা হচ্ছে। নায়িকা ভাবনার পোস্ট করা ছবিটিতে দেখা যায় রোদ্রউজ্জ্বল রাস্তায় পিকআপ ভ্যানে দাঁড়িয়ে রয়েছে কয়েকটি গরু।

উক্ত গরুর ছবিটি পোস্ট করে নায়িকা ভাবনা লিখেন, আমার কান্নার শব্দ শোনা যায় কি তোমার শহরে?

তারপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের সমালোচনার মুখে পড়েন। অনেকেই ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তাকে কটাক্ষ করা শুরু করে। কেউ কেউ আবার গরুর ছবির সাথে বিরিয়ানির ছবি দিয়ে নানা রকম পোস্ট এবং ছবি তৈরি করে সোশ্যাল মিডিয়া গুলোতে পোস্ট করছেন।

গুরুর ছবি নিয়ে নায়িকা ভাবনা এতদিন কিছু না বললেও সম্প্রতি তিনি এটা নিয়ে মুখ খুলেছেন। ফেসবুক স্ট্যাটাস এবং সেই ছবি নিয়ে কথা বলেছেন তিনি। তিনি সমালোচকদের উদ্দেশ্যে বলেন, একজন পশু প্রেমিক হিসেবে আমি এই ছবিটি ফেসবুকে পোস্ট করেছি।

এছাড়া অভিনেত্রীর ভাবনা আরো বলেন, আমি মাঝে মাঝে বেশ ছবি তুলতে পছন্দ করি। প্রকৃতির কিংবা সমাজের অনেক অনেক দৃশ্য আমাকে অনেক ভাবায়। সেই ভাবনাগুলো আমি ফেসবুকে শেয়ার করি সবার সাথে।

আমি ফেসবুকে যে গরুর ছবিটি পোস্ট করেছি সেখানে তীব্র তাপদাহে একটি গুরুকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তার চোখ দিয়ে পানি পড়ছিল। আমি বোকা প্রাণীটির কষ্ট অনুভব করতে পেরেছি। গরুটির কান্না আমার হৃদয় ছুঁয়ে যাচ্ছিল। সেই অনুভূতি থেকে আমি ছবি তুলে সেটি ফেসবুকে একটি ক্যাপশন সহ পোস্ট করি। ক্যাপশনটি ছিল, আমার কান্নার শব্দ কি শোনা যায় তোমার শহরে? শুধুমাত্র এটুকই কাজই আমি করি।

ভাইরাল গরুর ছবি নিয়ে ব্যাখ্যা দিলেন নায়িকা ভাবনা

এরপর থেকেই বিভিন্ন সমালোচকদের বেশ কড়ক কথা আমাকে হজম করতে হয়েছে। অনেকেই ভাবনার গরুর ছবিটি নিয়ে বেশ অকথ্য ভাষায় গালিগালাজও করেছে।

নায়িকা ভাবনার মতে, আমি শুধুমাত্র অবলা প্রাণীটির প্রতি মায়া থেকে পোস্টটি করেছি। আমি গরুর মাংস খাই না, পশু কোরবানির বিরুদ্ধে এরকম কিছুই আমি বলিনি। একটা অবলা প্রাণীর দুঃখ দেখে যে কারো মায়া লাগতে পারে।

তারপর অভিনেত্রীর ভাবনা আরও বলেন, আমি এই ছবিটা নিয়ে ভবিষ্যতে আরো লিখব। হয়তো কোন কবিতা কিংবা হয়তো কোন গল্প। আমার দিকে আপনারা যারা অনেক সমালোচনা এবং মন্তব্য ছুঁড়ে দিয়েছেন সেগুলো আমি সাদরে গ্রহণ করলাম।

More: ব্যাংকের নতুন চেয়ারম্যান

অভিনেত্রী ভাবনার সেই পোস্টে দ্বারা বুঝা যায়, অনেকেই ছবিটির আসলে ভুল ব্যাখ্যা করেছে। তিনি আসলে শুধুমাত্র একটি পশুর প্রতি সহমর্মিতা করে পোস্ট করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *