২৪ টি বিশ্ববিদ্যালয়ের সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি গুচ্ছ ভর্তি পরীক্ষা আজ ২৭ এপ্রিল থেকে শুরু। আজ এ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এটি বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষার ছিল। পরীক্ষার সময় দুপুর ১২ টা থেকে বেলা ১ টা পর্যন্ত। আর্কিটেকচার ব্যবহারিক পরীক্ষাটি আজ বিকাল ৩:৩০ মিনিট থেকে বিকাল ৪:৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে।
গুচ্ছ ভর্তি পরীক্ষার আহ্বায়ক উপাচার্য নাসিম আখতার জানান, ২০২৪ শিক্ষাবর্ষে মোট ৩ লাখ ৫ হাজার ৩৪৬ জন শিক্ষার্থী আবেদন করেন। আবেদন প্রক্রিয়া শেষ হয় গত ২৭ ফেব্রুয়ারি। এর মধ্যে বিজ্ঞান বিভাগ বা ক ইউনিটে আবেদনকারীর সংখ্যা ১ লাখ ৭০ হাজার ৫৯৯টি। মানবিক বিভাগ বা বি ইউনিটে পরীক্ষার্থীর সংখ্যা ৯৪ হাজার 6৩১ টি। এবং ব্যবসায় শিক্ষা বিভাগে আবেদনকারীর সংখ্যা ৪০ হাজার ১১৬ টি। তবে গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী বেশিরভাগ শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে পরীক্ষার কেন্দ্র হিসেবে বেছে নিয়েছেন।
গুচ্ছ ভর্তি পরীক্ষার সম্পর্কিত গুরুত্বপূর্ণ তারিখ:
* এ ইউনিট বা বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষা: ২৭ এপ্রিল শনিবার
* বি ইউনিট বা মানবিক বিভাগের ভর্তি পরীক্ষা: ৩ মে শুক্রবার
* সি ইউনিট বানিজ্য বিভাগের ভর্তি পরীক্ষা: ১০ মে শুক্রবার
গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু
এদিকে তীব্র তাপদাহে গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা গরমে অসুস্থ হয়ে পড়েছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে আসা সাজিদ হাসান আলিফ নামের এক শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তিনি পরীক্ষা শেষ করতে পারেননি। পড়ে কেন্দ্রের দায়িত্বগত চিকিৎসক তাকে অ্যাম্বুলেন্স করে হাসপাতালে পাঠান। তিনি ইংরেজি মাধ্যমের পরীক্ষা দিতে এসেছিলেন।
গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে আসা কিছু শিক্ষার্থী জানান, তীব্র গরমে আমাদের পরীক্ষা দিতে বেশ অসুবিধা হচ্ছে এবং কেউ কেউ শারীরিকভাবে অসুস্থ বোধ করছেন।
সেই সাথে গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বাবা-মা ও অভিভাবকদেরও বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সেই সাথে তীব্র গরমে তাদের নাজুক অবস্থা পরিলক্ষিত হয়। তীব্র গরমে অতিষ্ঠ হয়ে কেউ কেউ আশ্রয় নিয়েছেন ক্যাম্পাসের পাশের পার্ক ও বিভিন্ন দোকানগুলোতে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস বেশ ছোট এর জন্য অভিভাবকরা পাশের বাহাদুর শাহ পার্কে অবস্থান করেছেন। গুচ্ছ ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের অভিভাবকদের সুবিধার কথা চিন্তা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মেডিকেল ক্যাম্প ও বিশুদ্ধ পানির ব্যবস্থা করেছেন যেটি সত্যি প্রশংসনীয়তা উদ্যোগ।