সারা দেশজুড়ে হিট অ্যালার্ট জারি হওয়ায় স্কুল কলেজ গুলো সাত দিনের বন্ধ ছিল। বন্ধ থাকার পর গত ২৭ মে পুনরায় স্কুল-কলেজের কার্যক্রম শুরু হয়। কিন্তু বিগত কয়েকদিনে দেশের তাপমাত্রা সামান্যতম কমেনি। তাই পুনরায় মে মাসের ২ তারিখ পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় ও ঢাকা সহ বিভিন্ন জেলার হাইস্কুল/কলেজ গুলো বন্ধ রাখার সিদ্ধান্ত দেওয়া হয়েছে।
আজ সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এর সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘোষণা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ছোট্ট শিশুদের সুস্বাস্থ্যের কথা ও সুরক্ষার কথা বিবেচনা করে স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
কিছুদিন আগেই ঈদের বন্ধের পর স্কুল কলেজ গুলো খোলা হয়েছিল। কিন্তু তারপরে আর খুব বেশিদিন ক্লাস চালানো সম্ভব হয়নি। মাত্র ১ দিন ক্লাস করার পরে পুনরায় বন্ধের ঘোষণা আসে। কারণ দেশ জুড়ে হইছে অসহনীয় তাপ প্রবাহ।
প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি বেশ কিছু মাধ্যমিক স্কুল, কলেজ মাদ্রাসা কিংবা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। ঢাকা বিভাগের টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, গাজীপুর, ও রাজশাহী, খুলনা বিভাগের কিছু এলাকায় স্কুল ও কলেজগুলো আগামী ২ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে।
দেশের সকল স্কুল ২ মে বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ ঘোষণা
দেশজুড়ে বয়ে যাওয়া চলমান তাপ প্রবাহে গতকাল হিটস্ট্রোকে মোট ১৭ জনের মৃত্যু হয়েছে। এটি এই গরমের মৌসুমের সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে একদিনে এত লোকের মৃত্যুর রেকর্ড নেই। তাই গত রবিবার থেকে সারাদেশে আবার হিট এলার্ট জারি করা হয়েছে। যেটি আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত বহাল থাকবে।
এদিকে প্রচন্ড তাপপ্রবাহের কারণে ঢাকার কিছু কিছু এলাকায় পানির সংকট দেখা দিচ্ছে। সেই সাথে অসুস্থ হয়ে পড়ছে অনেক মানুষ। তাপমাত্রা যেভাবে বাড়তে চলেছে সে হিসেবে মেয়ে মাসেও একই রকম পরিবেশ বিরাজ করবে বলে ধারণা করে আবহাওয়া অধিদপ্তর।
তীব্র তাপদাহে মানুষের পাশাপাশি বিভিন্ন এলাকায় গৃহপালিত হাঁস, মুরগি ও গরুর মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। সেই সাথে পানির স্তর নিচে নেমে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে বিভিন্ন রকমের মৌসুমী ফসল।
প্রাক প্রাথমিক বিদ্যালয় সময়সূচি
সেজন্য কোন কলেজ গুলো পুনরায় বন্ধ ঘোষণা করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ৪ মে শনিবার থেকে যথারীতি ক্লাস শুরু করা হবে। সেই সাথে আপনারা আদরের ছোট্ট সোনামণিকে বাইরের তাপ প্রবাহ হতে রক্ষা করতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করবেন। কিছুক্ষণ পর পর বিশুদ্ধ পানি পান করা সহ বাইরে বের হওয়ার সময় অবশ্যই ছাতা ব্যবহার করার অভ্যাস গড়তে হবে।