সম্প্রতি ২০১৪ সালের শিক্ষাবর্ষের মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ক্লাস সিক্স হতে ক্লাস ৯ পর্যন্ত ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নেে রুটিন প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে এই ঘোষণাটি দেওয়া হয়।
ঘোষণায় বলা হয়, ২০২৪ সালের মাধ্যমিক পর্যায়ের সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে ২০২২ সালের আলোকে প্রণীত পাঠ্যপুস্তক ও অন্যান্য শিক্ষা নীতিমালা অনুযায়ী শিখন কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।
সেই সাথে প্রত্যেকটি শিক্ষাপ্রতিষ্ঠানে বছরের শুরু থেকেই সেখনকালীন মূল্যায়ন কার্যক্রম প্রতিষ্ঠা হয়ে আসছে। এর আগে ২১ সালের জাতীয় শিক্ষা কার্যক্রম অনুসারে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ৬ মাসে একটি সামষ্টিক মূল্যায়ন এবং বছরের শেষে অর্থাৎ ১২ মাসে আরেকটি সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার ব্যবস্থা রাখা হয়েছে। উক্ত নীতিমালা অনুসারে আগামী জুন মাসের শেষে অথবা জুলাই মাসের শুরুতে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন ২০২৪ সম্পন্ন করা প্রয়োজন।
কিন্তু এই বছরে জাতীয় নির্বাচন, সারা দেশজুড়ে তীব্র প্রবাহ, রমজান ও ঈদুল ফিতরের কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সঠিক পাঠদান ব্যাহত হয়েছে। এ সকল কারণে ঈদ-উল-আযহা ও গ্রীষ্মকালীন ছুটি থাকায় ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন আগামী জুলাই মাসের ৭ তারিখ হতে শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উক্ত তারিখ অনুযায়ী ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার সময়সূচি প্রণয়ন করা ইতিমধ্য হয়ে গেছে।
ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন ২০২৪ এর রুটিন প্রকাশ
বাংলাদেশ জাতীয় ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর থেকে চিঠির মাধ্যমে সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আগামী ৭-২২ জুলাইয়ের মধ্য ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়।
ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত পরীক্ষার রুটিনও উক্ত নোটিশে প্রকাশ করা হয়।
প্রিয় ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যাদের এখনো অর্ধ বার্ষিক পরীক্ষার প্রিপারেশন শেষ করতে পারোনি তাদের হাতে যথেষ্ট সময় আছে। ঈদুল আযহার ছুটির বেশ কিছুদিন পরেই ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন ২০২৪ শুরু হতে যাচ্ছে। তাই প্রিপারেশন নেওয়ার জন্য আরো বেশি প্রার্থীর সময় পাওয়া গেল। তীব্র গরমে যারা ঠিকমতো পড়ালেখা করতে পারেনি কিংবা তুলে যেতে পারেনি তাদের জন্য এটি ভালো সুযোগ বলা যেতে পারে।
More: বাউবি বিএ বিএসএস ফলাফল
আমরা জানি সারা দেশজুড়ে বইছে তীব্রতা প্রবাহ। এই তাপ প্রবাহের কারণে সারা দেশের হিট এলার্ট জারি করা হয়েছিল। এর জন্য বেশ কিছুদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। কিছুদিন আগেই পালিত হয়ে গেল রমজান এবং ঈদুল ফিতর। সামনেই আবার ঈদুল আযহার এবং গ্রীষ্মকালে ছুটি রয়েছে। এবার এত সকল ছুটি অর্ধবার্ষিকী পরীক্ষার আগেই পড়েছে। তাই শিক্ষার্থীদের পড়ালেখার কথা বিবেচনা করে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন ২০২৪ এর সময় কিছুটা পিছিয়ে দেওয়া হয়েছে।