সরকারী চাকরী পরীক্ষা গুলোর মধ্যে BCS (বাংলাদেশ সিভিল সার্ভিস) হল একটি গুরুত্ত পূর্ন চাকরীর পরিক্ষা । আপনাকে BCS পরিক্ষায় উত্তির্ন হতে হলে কঠোর অধ্যাবসায় করতে হবে । সব সময় একটা কথা মনে রাখতে হবে একজন সফল BCS Cadre এর সমাজে অনেক কদর। লক্ষ লক্ষ শিক্ষিত তরুণ-তরুণীরা প্রতিবছর এই কঠিন বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করে থাকে। সবাই এই পরিক্ষায় পাশ করবে এমনটা না যাদের ভালো প্রস্তুতি আছে তারা সহজেই উত্তির্ন হয়ে গুরুত্বপূর্ণ সরকারী সেবায় নিযুক্ত হয়ে দেশ ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
কিভাবে ৪৭ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতি নিবেন
যে কোন পরিক্ষায় ভালো প্রস্তুতির বিকল্প কিছু হতে পারে না । আপনি যত ভালো প্রস্তুতি নিতে পারবেন আপনার সফলতা হওয়ার সম্ভবনা তত বেশি থাকবে । এক্ষেতে আপনি সবার থেকে অনেক এগিয়ে থাকবেন । সবার আগে আপনাকে জানতে হবে বিসিএস পরীক্ষার দেওয়ার জন্য আপনার প্রয়োজনীয় কি কি যোগ্যতা লাগবে । এর পর আপনাকে BPSC এর ওয়েব সাইট থেকে (https://bpsc.gov.bd/) পুর্নাংগ সিলেবাস সংগ্রহ করতে হবে এবং সেই অনুযায়ী পড়াশুনা করতে হবে। এ ক্ষেত্রে আপনী অনলাইন এ অনেক ধরনের ম্যাটেরিয়ালস পাবেন যা আপনাকে BCS পরিক্ষায় সহায়ক হবে ।
BPSC ৪৭ তম বিসিএস সার্কুলার কবে হবে | 47th BCS Circular 2024 Date
প্রতি বছর বিসিএস এর তারিখ প্রকাশ নিয়ে চাকরিপ্রার্থীদের মনে এক ধরনের দুশ্চিন্তা দেখা দেয় ।তারই ধারাবাহিকতায় 47th BCS Circular 2024 এর তারিখ আগামী ৩০ নভেম্বর প্রকাশ করা হবে বলে জানিয়েছে BPSC । 47th BCS ২০২৪ এ মোট কত টি শূন্য পদ এর বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে তা এখন ও জানানো হয় নাই। এ দিকে বিসিএস এর তারিখ প্রকাশ পাওয়া চাকরী প্রার্থীর মনে এক ধরনের স্বস্তি দেখা গেছে। কারন বিগত দিনে দীর্ঘ দিন তাদের অপেক্ষা করতে হত সে ক্ষেতে তাদের সময় না জানার কারনে প্রস্তুতি নিতে সমস্যা হয় বলে জানিয়েছে ।
৪৭ তম বিসিএস আবেদনের শেষ তারিখ কবে । 47th BCS Circular 2024 Apply
বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন থেকে এখনও ৪৭তম বিসিএস পরীক্ষার আবেদন করার শেষ তারিখ যানানো হয়নি। তবে 47th BCS আবেদন প্রক্রিয়া ডিসেম্বর ২০২৪ থেকে শুরু হবে বলে ধারণা করা যাচ্ছে। প্রতি বারের ন্যায় এবারো আবেদন ফি ৭০০ টাকা নির্ধারণ করা হতে পারে । আবেদন প্রক্রিয়া সপূর্ন করার জন্য প্রার্থীদের BPSC এর অফিসিয়াল ওয়েবসাইট (bpsc.teletalk.com.bd) ভিসিট করে আবেদন সপূর্ন করতে হবে।
৪৭ তম বিসিএস প্রিলিমিনারি আবেদন প্রক্রিয়া
- ভিসিট করুন (bpsc.teletalk.com.bd)
- একটি একাউন্ট তৈরি করুন
- আবেদন ফর্মের ঘরে সকল তথ্য দিন
- রিকেপচা এবং টিক দিয়ে সাবমিট বাটনে ক্লিক করুন
- এর পর আপনার ছবি আর সিগনেচার আপলোড করুন
- ফাইনালি সাবমিট বাটন এ ক্লিক করে ৪৮ ঘন্টার মধ্যে ৭০০ টাকা পরিষেধ করুন
তাই শেষ সময়ের আশায় অপেক্ষা না করে যথা সময়ে আবেদন করে ফেলানো ভালো।
৪৭ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ধরণ । BPSC 47th bcs preliminary exam
47th BCS প্রিলিমিনারি পরীক্ষা সাধারনত তিনটি ধাপে অনুষ্ঠিত হয়ে থাকে। প্রতেক ধাপে আলাদা আলাদা ভাবে পাশ করতে হয় । আপনি যদি কোন একটা ধাপের পরিক্ষায় ফেল করে থাকেন তাহলে আপনি বাদ হয়ে যাবেন । তাই খুব সতর্ক তার সাথে আপনাকে পরিক্ষা দিতে হবে। নিচে 47th BCS পরিক্ষার ধাপ সমহ দেওয়া হল।
- Preliminary Exam: 47th BCS প্রিলিমিনারি পরীক্ষা সাধারনত ২০০ মার্কস এর হয়ে থাকে ।
- Written Exam : 47th BCS written ৯০০ মার্কস এর হয়ে থাকে।
- Viva Exam : ৪৭তম বিসিএস ভাইবা ২০০ মার্কস নিয়ে থাকে ।
