মারা গেছেন অভিনেতা ওয়ালিউল হক রুমি

মারা গিয়েছেন অভিনেতা ওয়ালিউল হক রুমি। আজ ২২শে এপ্রিল সোমবার সকালে রাজধানীর একটি প্রাইভেট হসপিটালে তিনি জীবনের শেষ নিঃশ্বাসটি ত্যাগ করেন। তিনি বেশ কিছুদিন যাবত হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। তার পরিবারের সদস্যরা বিষয়টি নিশ্চিত করেন।

অভিনেতা ওয়ালিউল হক রুমি অনেকদিন ধরেই করুন ক্যান্সারে ভুগছিলেন। এর জন্য তিনি পাশের দেশ ভারতের চেন্নাইতে চিকিৎসা নিতে গিয়েছিলেন। চিকিৎসা গ্রহণ শেষে বাংলাদেশে এসে ঢাকার একটি প্রাইভেট হসপিটালে চিকিৎসা নিচ্ছিলেন। সেখানেই আজ সকালে মারা যান অভিনেতা ওয়ালিউল হক রুমি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

হাসপাতালে তার দায়িত্বে থাকা চিকিৎসক বলেছেন, রুমের শারীরিক অবস্থা প্রথমদিকে ভালই স্থিতিশীল অবস্থায় ছিল। তিনি আমাদের নিবিড় পর্যবেক্ষণে ছিলেন। কিন্তু হঠাৎ করে তার স্বাস্থ্যের অবস্থার অবনতি হতে শুরু করে। শেষ পর্যন্ত মৃত্যুর সাথে লড়াই করে টিকতে পারেননি। আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেলেন।

অভিনয় জগতে বেশ পরিচিত মুখ ছিলেন রুমি। বেশিরভাগ সময় তিনি বরিশালের আঞ্চলিক ভাষাতে অভিনয় করেছেন। তার অভিনয় আমরা বেশ উপভোগ করেছি। অভিনয় ছাড়াও ওয়ালিউল হক রুমি সাংবাদিকতা পেশার সাথেও যুক্ত ছিলেন। তিনি বাংলাদেশের জনপ্রিয় জাতীয় পত্রিকা দৈনিক ইত্তেফাকের সম্পাদনা সহকারী ছিলেন।

মারা গেছেন অভিনেতা ওয়ালিউল হক রুমি

“এখন ক্রীতদাস” নাটকের মাধ্যমে অভিনয় জগতে আসেন ওয়ালিউল হক রুমে। সেটি ১৯৮৮ সালের কথা। টেলিভিশন পর্দা কিংবা নাটক ছাড়াও তিনি বেশ কিছু চলচ্চিত্র অভিনয় করেছেন। তার প্রথম অভিনীত চলচ্চিত্রটি হচ্ছে “দরিয়া পাড়ের দৌলতি”। যেটি তৈরি করা হয় ২০০৯ সালে।

অভিনীত কিছু উল্লেখযোগ্য বাংলা নাটক হল, মোশারফ করিমের জমজ সিরিজ, ঢাকা টু বরিশাল, বাকির নাম ফাঁকি, মেঘে ঢাকা শহর ইত্যাদি।

যে অভিনেতা তার অভিনয়ের গুণের মাধ্যমে আমাদেরকে সবসময় হাসিয়েছেন, সেই মানুষটি শরীরে ক্যান্সার নিয়ে নিজের সাথে যুদ্ধ করে বেঁচে থাকতেন। হাসির আড়ালে থাকতো তার মলিন মন। ওয়ালির হক রুমি তার অভিনয় ক্যারিয়ারে ৫০০টির বেশি নাটকের অভিনয় করেছেন।

ক্যান্সারের সাথে যুদ্ধ করে বেঁচে থেকে তিনি আবার স্বাভাবিক জীবনের ফিরতে চেয়েছিলেন। শারীরিক অবস্থা বেশি ভালো না থাকায় তিনি সবার কাছে দোয়া চেয়েছিলেন। কিন্তু প্রাণঘাতী ক্যান্সার তাকে আর স্বাভাবিক জীবনের ফিরতে দিল না।

মৃত্যু একটি স্বাভাবিক ঘটনা। কিন্তু কারো কারো মৃত্যু তার পরেও মেনে নেওয়া আমাদের জন্য বেশ কষ্টের। ঠিক তেমনভাবেই অভিনেতা ওয়ালিউল হক রুমির মৃত্যুটি যেন আমাদের মনে অনেক বেশি দাগ কেটে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *