মিল্টন সমাদ্দারের ৩ দিনের রিমান্ড

আলোচিত মিলটন সমাদ্দারের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে মাননীয় আদালত। আজ ২ এ এপ্রিল আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডের জন্য আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিলটন সমাদ্দারের তিন দিনের রিমান্ড মঞ্জুর করে।

এ বিষয়ে মিরপুর থানার পুলিশ কর্মকর্তা সাংবাদিকদের কে জানান, প্রতারণা করে জাল মৃত্যুর সনদ তৈরির অভিযোগে মিলটন সমাদ্দারের ৭ দিনের রিমান্ডের জন্য আবেদন করা হয়েছিল। মাননীয় আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে। তিনি আরো জানান, উনার বিরুদ্ধে এখন পর্যন্ত ৩ টি মামলা হয়েছে। যেগুলোর মধ্য রয়েছে, জাল মৃত্যুর সোনার তরির অভিযোগ। তার তৈরি করা চাইল্ড এন্ড ওল্ড এইচ কেয়ারে টর্চার সেলে নির্যাতনের অভিযোগ। মানব পাচার আইনে আরো একটি মামলা।

গতকাল মে মাসের ১ তারিখে মিল্টন সমাদ্দারকে রাজধানীর মিরপুর হতে গ্রেফতার করে ঢাকা গোয়েন্দা পুলিশ।

চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ার নামে একটি প্রতিষ্ঠান চালাতেন মিলটন সমাদ্দার। তার বক্তব্য অনুযায়ী, সেখানে বৃদ্ধ ও অসহায় শিশুদেরকে আশ্রয় দেওয়া হয়। এই কেয়ারের নামে সাভারে জমি কিনে স্থায়ী একটি আশ্রয় কেন্দ্র বানানো হয়েছে।

মিল্টন সমাদ্দারের ৩ দিনের রিমান্ড

আশ্রয় কেন্দ্রের নামে মিল্টন সমাদ্দার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলোর মাধ্যমে অর্থসাহায্য প্রার্থনা করেন। তার ফেসবুক পেজগুলোতে এর সকল অসহায় লোকদের নিয়ে ভিডিও তৈরি করেন। যার বিপরীতে কোটি কোটি টাকা তার আশ্রয় কেন্দ্রে অনুদান হিসেবে আসে।

সম্প্রতি মিলটন সমাদ্দারের বেশ কিছু অপকর্ম নিয়ে সোশ্যাল মিডিয়াতে খবর ভাইরাল হয়। এরপর থেকেই শুরু হয় নানা আলোচনা এবং সমালোচনা। তার বিরুদ্ধে শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ বিক্রিসহ লাশ নিয়ে রয়েছে নানা প্রতারণার অভিযোগ। তারপর থেকে তার বিরুদ্ধে মুখ খুলতে থাকে নানা ভুক্তভোগীরা।

তিনি সোশ্যাল মিডিয়া ও ফেসবুকে তার যে সকল কাজের কথা প্রচার করেন বাস্তবিক পক্ষে সেগুলো অনেকাংশেই মিথ্যা। রাস্তা থেকে অজ্ঞাত লাশ তুলে এনে দাফন করেন বলে তিনি প্রচার করেন। লাশ দাফনের সংখ্যা নিয়ে রয়েছে গরমিল। তাছাড়া তিনি যেই মসজিদে লাশগুলো ধোয়ার জন্য পাঠান, সেখানকার নিয়োজিত কর্মীরা লাশের কাঁটা ও রক্তের দাগ পেয়েছে বলে অভিযোগ করা হয়েছে। নিজেই ডাক্তারের সিল ও স্বাক্ষর নকল করে তৈরি করেন জাল মৃত্যুর সনদ।

মিল্টন সমাদ্দারের পরিচয়

নানা সমালোচনা ও আনিত অভিযোগের ভিত্তিতে অবশেষে মিলটন সমাদ্দার কে গতকাল গ্রেফতার করা হয়। সেই সাথে মঞ্জুর করা হয় ৩ দিনের রিমান্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *