রুপান্তর নাটকের অভিনেতা জোভানসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

সম্প্রতি ট্রান্সজেন্ডার বিষয়ভিত্তিক নাটক “রূপান্তরকে” কেন্দ্র করে বেশ আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। ইতিমধ্য জোভান অভিনীত নাটকটি ইউটিউব চ্যানেল থেকে সরিয়ে নেওয়া হয়েছে। রুপান্তর নাটক নিয়ে মানুষের মধ্যে সমালোচনা সৃষ্টি হলে অভিনেতা জোভান এটা নিয়ে দুঃখ প্রকাশ করেছেন এবং ক্ষমা চেয়েছেন। কিন্তু তারপরেও বিতর্ক এখনো থামেনি।

২২ শে এপ্রিল সোমবার নোয়াখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রূপান্তর নাটকের ৬ অভিনেতার বিরুদ্ধে মামলা হয়েছে। মামলাটি করেন নোয়াখালী জেলা বার সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী কাওসার উল জিহাদ। মামলাটি নিয়ে ইতিমধ্য শুনানি হয়েছে কিন্তু মাননীয় বিচারক এখন পর্যন্ত কোন আদেশ দেননি।

নোয়াখালী কোর্টের বেঞ্চ সহকারী মোঃ মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আইন-কানুন পর্যালোচনা করে পরবর্তীতে আদেশ দেওয়া হবে বলে জানিয়েছে মাননীয় আদালত।

রূপান্তর নাটকটি নির্মাত নির্মাণ করেন রাফাত মজুমদার রিঙ্কু। তিনি দর্শকদের উদ্দেশ্যে বলেন, দর্শকরা হয়তো আমার এই নাটকটি দেখে কনসেপ্ট বুঝতে পারেনি। আমি সোশ্যাল মিডিয়ায় অনেক কিছুই দেখছি। সেসব নিয়ে আমি কোন মন্তব্য করতে চাই না।

রুপান্তর নাটকের অভিনেতা জোভানসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

রুপান্তর নাটকটি দেখার পর অভিনেতা জোভানকে বয়কটের ডাক দেন সাধারন জনগণ। পরবর্তীতে যোগান ভুল বুঝতে পেরে দুঃখ প্রকাশ করেন। সেই সাথে তিনি আরো বলেন, ইউটিউবে প্রকাশিত নাটকটির ভিউ হয়েছিল মাত্র ৯০ হাজার। তাহলে তো বাকি মানুষগুলো নাটকটি দেখেনি। তারা হয়তো না দেখেই নাটকটির এবং আমার সমালোচনা করছে। বিষয়টি নিয়ে আমার মাথায় কিছুই ঢুকছে না আমি একটা ঘোরের মধ্যে আছি।

রূপান্তর নাটকের অভিনেতা জুয়ান এর সাথে আরো অভিনয় করেছেন সামিরা খান মাহি। গত ১৫ এপ্রিল সন্ধ্যায় রূপান্তর নাটকটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত করা হয়। অনেক আলোচনা সমালোচনার শুরু হলে পরের দিন ১৬ই এপ্রিল সেটি ইউটিউব থেকে সরিয়ে ফেলা হয়। এমনকি অনলাইনে তাদেরকে নিয়ে অনেক বাজে বাজে মন্তব্য সহ সমালোচনা হচ্ছে। জোভানের ফেসবুক পেজ যেটাতে ১৯ লাখ ফলোয়ার ছিল ও মাহির একটি পেজ যেটাতে ২৪ লাখ ফলোয়ার ছিল সেগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না। মূলত রূপান্তর নাটকটি ইউটিউবে প্রকাশিত হওয়ার পর থেকেই এই সমস্যাগুলো তৈরি হয়।

ইন্ডিয়ান টিভি সিরিয়াল

আমরা জানি বেশ কিছুদিন ধরেই বাংলাদেশে ট্রান্সজেন্ডার ইস্যু নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছিল। রূপান্তর নাটকটির মূল কনসেপ্ট ছিল ট্রান্সজেন্ডার বিষয়টি নিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *