আগামী ৭ দিনের আবহাওয়ার খবর

কেমন হতে পারে আগামী ৭ দিনের আবহাওয়া? দেশজুড়ে বইছে তীব্র তাপ প্রবাহ। আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে সারাদেশে পঞ্চম বারের মতো হিট এলার্ট জারি করা হয়েছে। আবহাওয়ার তীব্রতা এতই ভেসে যে গরমে রাস্তার পিচ গলে যাচ্ছে, দেশের কিছু কিছু জেলায় টিউবলে পানি পাওয়া যাচ্ছে না। হিট স্ট্রোকে একদিনে ১৭ জনের অকাল মৃত্যু ঘটেছে।

তীব্র গরমে অতিষ্ঠ হয়ে মানুষ এখন বৃষ্টি প্রার্থনা করছে। এর জন্য অনেকেই ব্যাঙের দিয়ে দিচ্ছে এবং পালন করছে নানা রকম রীতি। কিন্তু আবহাওয়া কিছুতেই যেন শান্ত হচ্ছেনা। আজ ৩০ এপ্রিল চলুন জেনে নেই আগামী ৭ দিনে আবহাওয়া কেমন থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, মে মাসের প্রথম ভাগে তাপমাত্রা এপ্রিলের মতোই থাকতে পারে। অর্থাৎ তাপমাত্রা কমার তেমন কোন সম্ভাবনা নেই। তবে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বাতাস কিংবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া অন্য সকল এলাকায় আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

বিগত বেশ কিছুদিন ধরে চুয়াডাঙ্গা, পাবনা ও রাজশাহী বিভাগের অঞ্চলগুলোতে অতিরিক্ত পরিমাণে তা প্রবাহ বয়ে যাচ্ছে। তাছাড়া ময়মনসিংহ, রংপুর ও বরিশাল জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি আকারে তা প্রবাহ বয়ে যাচ্ছে। আগামী ৭ দিন রাতের ও দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। সেই সাথে বাতাসে অধিক পরিমাণ জলীয় বাষ্প থাকায় ভ্যাপসা গরম সহ অস্বস্তিকর পরিবেশ বিরাজ করতে পারেন।

আগামী ৭ দিনের আবহাওয়ার খবর

তবে আবহাওয়া অধিদপ্তরের ধারণা, আগামী ১ মে বুধবার থেকে ঢাকা বিভাগের অঞ্চলগুলোতে তাপমাত্রা কিছুটা কমতে পারে। গতকাল সোমবার ছিল গ্রীষ্ম মৌসুমের সবচাইতে উষ্ণতম দিন। এ সময় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪৩ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় তাপমাত্রা ছিল ৪০.৫ ডিগ্রি সেলসিয়াস।

আগামী ৭ দিনের আবহাওয়ার ব্যাপারে আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, মে মাসের ৪ তারিখ হতে ৫ তারিখের মধ্যে দেশজুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এই ধরনের বৃষ্টি বিশ্বের উপর দিয়ে বয়ে যাওয়া তীব্র তাপ প্রবাহ কমাতে পারবে না বলে তাদের ধারণা।

হিট স্ট্রোকে সর্বোচ্চ মৃত্য

বৈশাখ মাস আসার পর থেকে এখন পর্যন্ত ১ টি মাত্র বড় ঝড় বা কালবৈশাখী হয়েছে।। তাও সেটি শুধুমাত্র সিলেট অঞ্চলে হয়েছে। বিভিন্ন আবহাওয়াবিদরা দেশের বর্তমান জলবায়ু পরিস্থিতিকে বেশ অস্বাভাবিক বলে আখ্যা দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *