বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক ও এমওডিসি পদে জনবল নিয়োগ দেওয়া হচ্ছে। ছেলে ও মেয়ে উভয়ই আবেদন করতে পারবে। চলুন জেনে নেই বাংলাদেশ নৌবাহিনীতে নিয়োগের বিস্তারিত। ভর্তি ব্যাচের নাম: নাবিক ও এমওডিসি (নৌ), ভর্তি বি-২০২৪।
বয়সসীমা: নাবিক পদের জন্য ১ জুলাই ২০২৪ তারিখে বয়স হতে হবে ১৭-২০ বছর। এমওডিসি পদের জন্য বয়স হতে হবে ১ এর জুলাই ২০২৪ তারিখে ১৭ থেকে ২২ বছর। প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে। অবশ্যই সাঁতার জানা থাকতে হবে। বাংলাদেশ নৌবাহিনীতে আবেদনের ফি মাত্র ২০০ টাকা।
আবেদনের শেষ সময়: ২২ এপ্রিল ২০২৪
বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করতে ইচ্ছুক প্রার্থীরা নৌবাহিনীর অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের পর নির্ধারিত মাঠে সকাল ৮ টার মধ্য উপস্থিত থাকতে হবে।
আবেদন পদ্ধতি:
বাংলাদেশ নৌবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট হতে প্রার্থীকে প্রয়োজনীয় তথ্য ও ছবি প্রদান করে আবেদন করতে হবে। আবেদন শেষে প্রার্থীকে ব্যাংক অথবা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করতে হবে। এক্ষেত্রে একজন প্রার্থী বিকাশ, রকেট, নগদ কিংবা অন্যান্য ব্যাংকের ডেবিট এবং ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারবে। আবেদন সম্পন্ন হলে প্রার্থীকে আবেদন পত্রটি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে। তারপর সেই আবেদন ফরম অনুযায়ী নির্ধারিত সময়ে নিজ জেলার ভর্তি কেন্দ্রে উপস্থিত হতে হবে।
বাংলাদেশ নৌবাহিনীতে নিয়োগ বয়স ১৭ হলেই আবেদন
একজন প্রার্থীর সকল কাগজপত্র যদি সঠিক থাকে তাহলেই তাকে বাংলাদেশ নৌবাহিনীতে প্রথম ধাপে প্রাথমিকভাবে নির্বাচন করা হবে। প্রাথমিক নির্বাচনের নির্বাচিত প্রার্থীদেরকে পরবর্তীতে বিভিন্ন বিষয়ের উপর পরীক্ষা নেওয়া হবে।
উক্ত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের চূড়ান্ত নিয়োগের জন্য স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা নেয়া হবে। তবে কোনো প্রার্থী যদি বাংলাদেশ নৌবাহিনীতে আবেদনের সময় কোন মিথ্যা তথ্য প্রদাস কিংবা জালিয়াতি করে তাহলে তার ভর্তি বাতিলসহ নৌবাহিনীর আইন মোতাবেক কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাংলাদেশের নৌবাহিনী চাকুরী একই সাথে চ্যালেঞ্জিং এবং সেবামূলক একটি পেশা। এর মাধ্যমে দেশের জনগণের সরাসরি সেবা করার সুযোগ পাওয়া যায়। তাছাড়া বাংলাদেশ থেকে প্রতিবছর জাতিসংঘ মিশনে গিয়ে আন্তর্জাতিক শান্তি রক্ষায় কাজ করে আসছে এই বাহিনীটি। এর মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যগণ আর্থিকভাবেও সচ্ছলতা লাভ করছে। এ সকল বিষয় ছাড়াও বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আরো অনেক সুবিধা রয়েছে। তাই আপনি যদি বাংলাদেশ নৌবাহিনী একজন গর্বিত সদস্য হতে চান তাহলে শেষ সময়ের জন্য অপেক্ষা না করে জলদি আবেদন সম্পন্ন করে ফেলুন