শাওয়াল মাসের রোজার ফজিলত এবং নেয়ামত

ইসলামিক বিষয়ক আলোচনার প্রসঙ্গে আজকের হয়েছে শাওয়াল মাসের রোজার ফজিলত সম্পর্কে। এখান থেকে একজন মুসলিম জানতে পারবেন এই মাসে রোজা থাকলে কি রহমত নেয়ামত পাওয়া যায় সে বিষয়টি।

১২ই মার্চ থেকে শুরু হয়েছিল ২০২৪ সালের রমজান মাস। আর প্রথম রমজান থেকে বাংলাদেশের মুসলমানরা রোজা শুরু করে। এছাড়াও সারা বিশ্ব জুড়ে বিভিন্ন দিন থেকে এ রোজা শুরু হয়। একজন মুসলিমের ওপর যেমন ৫ ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে। ঠিক কেমন ভাবে রমজানের সময় ৩০ টি রোজা ফরজ করে দিয়েছেন মহান আল্লাহ তায়ালা তাদের উপর। রমজান মাসে অবশ্যই তাদেরকে রোজা পালন করতে হয়। তবে যদি কেউ হিজরত অর্থাৎ ভ্রমণ অবস্থায় থাকে তাদের ক্ষেত্রে শিথিল করা হয়েছে। পরবর্তী সময়ে তাদেরকে আদায় করে নিতে হবে অবশ্যই ঠিক। আর কেউ যদি বিনা ওজোরে রোজা না রাখে তাহলে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তির ব্যবস্থা পরকালে। এজন্য সবাই রমজানের সময় রোজা পালন করে। রমজান সাধারণত ৩০ টি অথবা ২৯ টি হয়ে থাকে। অর্থাৎ এটি নির্ভর করে চাঁদ দেখার উপর। তবে এবারের রমজান মাস পালিত হয়েছে ৩০ টি রমজানের মাধ্যমে। এরপর তাদের জন্য রাখা হয়েছিল মুসলমানদের বড় উৎসব ঈদুল ফিতর।

শাওয়াল মাসের রোজার ফজিলত এবং নেয়ামত

৩০টি রমজানের পর গত ১১ ই এপ্রিল পালিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। এই ঈদুল ফিতরের পর চলে আসে শাওয়াল মাস। মূলত ৩০ টি রমজান পর শাওয়াল মাসের ১ তারিখে উদযাপন করা হয় ঈদ। যার বাংলা শব্দের অর্থ হচ্ছে রোজা ভঙ্গের আনন্দ। কিন্তু ৩০ টা রমযানের পর শাওয়াল মাসে মহান আল্লাহ তায়ালা ছয়টি নফল রোজা করার সুযোগ দিয়েছে। তবে এটি সবার জন্য ফরজ নয় যার ইচ্ছা খুশিমতো করতে পারবে। কিন্তু এ রয়েছে বিশাল রহমত এবং নেয়ামত। অর্থাৎ এর মধ্যে রয়েছে অনেক সওয়াব। আসুন নিচে থেকে আমরা এর ফজিলত সম্পর্কে জেনে নেই।

বেশ কয়েকটি হাদিসে পাওয়া গেছে এ সময় যারা রমজান পালন করে অর্থাৎ রোজা রাখে সে যেন সারা বছর নফল রোজা রাখার সওয়াব পেল। আর এই রোজার কারণে মহান আল্লাহ তায়ালা বান্দার উপর খুশি হন এবং তার ওপর রহমত নাযিল করেন। এ সকল হাদিস দ্বারা প্রমাণিত হয় যে শাওয়াল মাসের রোজার ফজিলত অনেক বেশি। আমরা নিজে রাখবো এবং অন্যকে রাখার জন্য উৎসাহিত করবো। আবার অনেকে বলে থাকে ৩০ রমজানের সাক্ষী হচ্ছে এই ছয় রোজা। কেউ যদি রাখে অবশ্যই শাওয়াল মাসেই রাখতে হবে এই রমজান। কারো জন্য বাধ্য অথবা ফরজ করা হয়নি এটি অবশ্যই মনে রাখতে হবে এই বিষয়টি।

More: ইলিশ মাছের দাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *