পহেলা বৈশাখকে কেন্দ্র করে বিশ্বের দীর্ঘতম আলপনা আঁকা হয়েছে বাংলাদেশ। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান করে নেওয়ার লক্ষ্য নিয়ে এই আলপনা আঁকা হয়। কিশোরগঞ্জের হাওর এলাকায় বাংলার আবহমান সংস্কৃতিকে তুলে ধরার জন্য শিল্পীরা এই দীর্ঘতম আলপনা আঁকার পরিকল্পনাটি করে। এর আয়োজক এবং বাংলাদেশ প্রশাসনের দাবি এটি বিশ্বের সবচেয়ে বড় আলপনা যার নাম আল্পনায় বৈশাখ ১৪৩১
গত ১২ ই মার্চ শুক্রবার থেকে কিশোরগঞ্জের মিঠাইন জিরো পয়েন্ট এলাকা থেকে অষ্টগ্রাম জিরো পয়েন্ট এলাকা পর্যন্ত আলপনা আঁকার কাজ শুরু হয়। এটি ১৪ কিলোমিটার দীর্ঘ। দীর্ঘতম আলপনা আঁকার কাজটি উদ্বোধন করেন বাংলাদেশের প্রাক্তন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। তাছাড়া আলপনায় শেষ তুলির আঁচড় দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এই আচঁড়ের মাধ্যমে তিনি আলপনা আঁকার কাজটির সমাপ্তি ঘটান।
বিশ্বের দীর্ঘতম আলপনা হিসেবে এটি গিনেস বুকে স্থান পাবে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তিনি আরো বলেন এর মাধ্যমে বাঙালির সংস্কৃতি সারা বিশ্বের মানুষের কাছে ছড়িয়ে পড়বে।
দীর্ঘতম আলপনা আঁকায় মোট ৬৫০ জন চিত্রশিল্পী অংশগ্রহণ করেছেন বলে জানা যায়। এতে রং লেগেছে প্রায় সাড়ে ৯ হাজার লিটার। এর আগে সবচাইতে দীর্ঘতম আলপনাটি ছিল ১০ কিলোমিটার। কিন্তু সেটি গিনেসবুকে স্থান পায়নি।। শিল্পী এবং আয়োজকদের দাবি তাদের এই ১৪ কিলোমিটার দীর্ঘ আলপনাটি গিনেসবুকে স্থান পাবে।
বিশ্বের দীর্ঘতম আলপনা দেখা যাচ্ছে বাংলাদেশে
আলপনা আঁকার কাজ শেষ হলে সেখানে গিয়ে দেখা যায় বিভিন্ন বয়সের মানুষ সেটি দেখতে ভিড় জমেছে। তাছাড়া আলপনাটি হাওর এলাকার মাঝে হওয়ায় সেটির সৌন্দর্য আরো বৃদ্ধি পেয়েছে। দূরদূরান্ত থেকে আলপনা দেখতে আসা লোকজন সেখানে বিভিন্ন ভঙ্গিতে সেলফি তুলতে ব্যস্ত। বাবা-মায়ের হাত ধরে সেখানে আলপনা দেখতে এসেছে অনেক ছোট ছোট শিশু। এরকম কোন শিল্পকার্য তারা আগে কখনো দেখেনি। তাই যতই দেখছে ততই মুগ্ধ হচ্ছে।
বিশ্বের দীর্ঘতম আলপনা আঁকতে সব রকমের সহযোগিতা করেছেন স্থানীয় সংসদ সদস্য রেজওয়ান আহম্মদ তৌফিক। এছাড়াও উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন স্থানীয় ও জেলা প্রশাসক মোঃ আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মোঃ রাসেল শেখ ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তি।
লোকসংস্কৃতি, গ্রাম্যসংস্কৃতি কিংবা পহেলা বৈশাখ বাঙ্গালীর ঐতিহ্য। সকল সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে রয়েছে বিভিন্ন আলপনা কারুকার্য কিংবা অন্যান্য হস্তশিল্প। প্রাচীনকাল থেকেই এসকল আলপনা কিংবা শিল্পকার্যসম্বলিত জিনিসপত্র বাঙালিরা ব্যবহার করে আসছে। তারই নিদর্শন স্বরূপ এই ১৪ কিলোমিটার দেশের দীর্ঘতম আলপনাটি বিশ্ববাসীর কাছে বাঙালি সংস্কৃতি তুলে ধরার পাশাপাশি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান করে নিবে।