গোলাপি চাঁদ কখন দেখা যাবে?

আপনি কি জানেন গোলাপি চাঁদ কখন বা কবে দেখা যাবে? আজ ২৪ এপ্রিল বুধবার সন্ধ্যার পরে দেখা যাবে বহুল আকাঙ্খিত গোলাপি চাঁদ। সন্ধ্যার পর থেকে পরবর্তী দুই ঘন্টা পর্যন্ত এই চাঁদটি দেখা যাবে। তবে আকাশ যদি পরিষ্কার না থেকে কিংবা মেঘাচ্ছন্ন থাকে তাহলে নাও দেখা যেতে পারে।

গতকাল ২৩ শে এপ্রিল বাংলাদেশ বিজ্ঞান জাদুঘর থেকে এই তথ্যটি প্রকাশিত হয়। এর জন্য আগারঁগাও অবস্থিত বাংলাদেশ বিজ্ঞান জাদুঘরের প্রশাসনিক ভবনের ছাদে একটি বড় টেলিস্কোপ বসানো হয়েছে।

এদিকে মহাকাশ গবেষণা সংস্থা নাসার পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে, এই বছরের গোলাপি চাঁদটি তাদের দেশে ২৩ এপ্রিল সন্ধ্যায় পরিপূর্ণভাবে দেখা যাবে। তবে আমেরিকায় সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এই গোলাপি চাঁদটি উপভোগ করা যাবে। ইউরোপ, এশিয়া মহাদেশ, অস্ট্রেলিয়ার সহ আরো কয়েকটি দেশে এটি আজ বুধবার সন্ধ্যায় গোলাপি চাঁদ দেখার সুযোগ মিলবে।

আপনারা তো জানলেন গোলাপি চাঁদ কখন দেখা যাবে। এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে চাঁদ কেনই বা গোলাপী রং ধারণ করে। এ ব্যাপারে মহাকাশ বিজ্ঞানীরা জানিয়েছেন, বায়ুমন্ডলে থাকা সুক্ষ সুক্ষ ধূলিকণা এবং গ্যাস গুলির কারণে অনেক সময় চাঁদের দৃশ্যমান পরিবর্তন ঘটে। তাছাড়া এই বস্তুগুলি চাঁদের আলো পৃথিবীতে আসতে বাধা প্রদান করে। তাই রঙের বিক্ষিপ্ত বিকিরণের কারণে অনেক সময় আসল রং আমরা দেখতে পাই না।

গোলাপি চাঁদ কখন দেখা যাবে?

এই কারণেই আমরা আকাশে চাঁদ কিংবা সূর্যের একেক সময় একেক রং দেখতে পারে। এটাকে অনেকটা আলোর বিভ্রমও বলা যেতে পারে। তবে আমরা আসলে চাঁদকে কোন রঙে দেখব সেটি নির্ভর কোন আলোটি সবচাইতে বেশি বিকিরিত হচ্ছে।

প্রতিবছরই এপ্রিল মাসের এই চাঁদটিকে গোলাপী চাঁদ বলে আখ্যা দেওয়া হয়। আরেকটি মজার ব্যাপার হচ্ছে, এই ঘটনাটি সাধারণত মার্চ মাসের চন্দ্রগ্রহণের কিছুদিন পরে ঘটে। এর আরো বেশ কয়েকটি নাম রয়েছে যেমন, পিঙ্ক মুন, সুপার মুন কিংবা প্যাসকেল মুন। আমাদের মহাজগতে রহস্যময় বিষয়বস্তুর অভাব নেই। তার একটি ছোট্ট উদাহরণ এই গোলাপি চাঁদ। আজকে চাঁদকে শুধুমাত্র গোলাপী রং এই দেখাবে না বরং স্বাভাবিকের চাইতে বেশ বড় আকারেও দেখাবে।

জলবায়ু পরিবর্তনের অগ্রগতি

আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে এই বছর গোলাপী চাঁদ কখন দেখা যাবে। তাই আপনি যদি মহাবিশ্বের অপরূপ এই সৌন্দর্যটি উপভোগ করতে চান তাহলে সন্ধ্যার পর থেকে ২ ঘন্টার মধ্যেও আপনাকে অবশ্যই বাইরে তাকাতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *