আমেরিকার নাগরিকরা মনে করছে আগামী দিনগুলোতে আমেরিকাতে গৃহযুদ্ধ সংঘটিত হতে পারে। সম্প্রতি আমেরিকার একটি জরিপ প্রতিষ্ঠান রাসমুসেন এমন একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে যে আমেরিকার প্রায় ৪১ শতাংশ নাগরিক এটি বিশ্বাস করে আগামী ৫ বছরের মধ্যে এই দেশে একটি গৃহযুদ্ধ শুরু হতে পারে। তাদের মধ্যে আবার ১৬ শতাংশ নাগরিক এটি বিশ্বাস করেন যে, এই গৃহযুদ্ধ ঘটবেই।
গত এপ্রিল মাসে ২১ থেকে ২৩ তারিখ পর্যন্ত এই জরিপটি পরিচালনা করে রাসমুসেন। উক্ত জরিপে ১ হাজারেরও বেশি নাগরিক অংশ নিয়েছিলেন। দেশের সার্বিক পরিস্থিতি ঠিক থাকলে আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিত হতে যাওয়া মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের তারা ভোটে অংশগ্রহণ করবেন।
অবশ্য ভোটে অংশগ্রহণ করা বেশিরভাগ মানুষই মনে করেন আমেরিকাতে গৃহযুদ্ধ হওয়ার কোন সম্ভাবনা নেই। আমেরিকাতে গৃহযুদ্ধ না হওয়ার পক্ষে ভোট দিয়েছে প্রায় ৪৯ শতাংশ ভোটার। উক্ত জরিপে অংশগ্রহণকারী বাকি ১০% জানিয়েছেন আমেরিকাতে গৃহযুদ্ধ হওয়া বা সংঘটিত না হওয়ার ব্যাপারে তাদের কোন ধারণা নেই।
আমোরিকায় গৃহযুদ্ধের আশঙ্কা
গৃহযুদ্ধের ব্যাপারে জরিপে আরও জানা গেছে, আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন পুনরায় নির্বাচিত হলে গৃহযুদ্ধ হওয়ার আশঙ্কা সবচাইতে বেশি। সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের বেলায় এরকম মনোভাব পোষণকারী জনতার সংখ্যা অনেক কম ছিল। মাত্র ২৫ শতাংশ ভোটার এটি মনে করেন যে ট্রাম্প থাকলে গৃহযুদ্ধ হতে পারে।
আপনারা হয়তো জানেন, বর্তমান বছরের নভেম্বর মাসে ৫ তারিখে আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। উক্ত প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টি থেকে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প মনোনয়ন পেয়েছেন। যার ফলে গত বছরের মত এবারও ট্রাম্প এবং জো বাইডেনের মধ্যেও ব্যাপক প্রতিযোগিতা হবে বলে ধারণা করা যাচ্ছে।
অনেকের ধারণা এবারের প্রেসিডেন্ট নির্বাচন ফিলিস্তিনি এবং গাজা নীতির উপর ভিত্তি করে হতে পারে। বিগত কয়েক সপ্তাহ ধরে জো বাইডেনের বিপক্ষে শিক্ষার্থীদের বিক্ষোভ আন্দোলন চলছে। শিক্ষার্থীদের এসব শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের হামলা সহ ধরপাকড় চলেছে। যার কারণে দিনের পর দিন আন্দোলন আরও সফুলিঙ্গের মত ছড়িয়ে পড়ছে। আমেরিকার অনেক বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে ফিলিস্তিনের পক্ষে আন্দোলনের জোড় দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
আন্দোলনের মূল উদ্দেশ্যকে ব্যাহত করতে শিক্ষার্থীদের এই শান্তিপূর্ণ বিক্ষোভকে ইহুদী বিদ্বেষ বলে আখ্যা দিচ্ছে ইসরাইলপন্থী মার্কিন কর্মকর্তারা। যেসকৱ কারণে মূলত আমেরিকায় গৃহযুদ্ধের কারণ হিসেবে জো বাইডেনের পক্ষে বেশি ভোট পড়েছে বলে ধারণা করা হচ্ছে।