প্রচন্ড বৃষ্টিতে দুবাইয়ের বিমানবন্দর অচল হয়ে পড়েছে। দুবাইয়ের বন্যায় ভাসছে বিমানবন্দরের বিমানগুলো। দেখে সেরকমই মনে হচ্ছে। হঠাৎ করেই দুবাইয়ের আকাশে দেখা দিয়েছে মুষলধারে বৃষ্টি।
মধ্যপ্রাচ্যের দেশ দুবাই বিজনেস সিটি হিসেবে পরিচিত। মরুভূমির এই দেশ দুবাইয়ে বন্যায় অনেকটা হতভাগ সে দেশের মানুষ। বিগত কয়েক দশকের ইতিহাসে এইরকম বৃষ্টি দেখা যায়নি। প্রচন্ড বৃষ্টির কারণে বিশ্বের অন্যতম ব্যস্ত দুবায়ের বিমানবন্দর এখন অচল। বিলম্ব হচ্ছে ফ্লাইটগুলো। কোন উড়োজাহাজ অবতরণ করতে পারছে না। দুবাইয়ের বন্যার পানিতে সড়কে আটকা পড়ে আছে শত শত গাড়ি।
এদিকে দুবাই বিমানবন্দরের এক কর্মকর্তা বলেছেন, অতিরিক্ত বৃষ্টি এবং পানি জমে যাওয়ার কারণে উড়োজাহাজগুলো অবতরণ করতে পারছে না। আমরা যতটা দ্রুত সম্ভব পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছি।
প্রাকৃতিক এই দুর্যোগের কারণে দুবাই বিমানবন্দরে অন্ততপক্ষে ৫০০ টির বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। এদিকে আবহাওয়া অফিস থেকে আজকেও বৃষ্টির আশঙ্কা করা হয়েছে।
ভারত থেকে দুবাইগামী প্রায় ১৫ টি ফ্লাইট শুধুমাত্র এই বৃষ্টি এবং বন্যার কারণে বাতিল হয়েছে। দুবাই বিমানবন্দর থেকে ভারতগামী ১৩ টি ফ্লাইটও এই মুহূর্তে বাতিল করা হয়েছে।
সেই সাথে দুবাই থেকে ঢাকামুখী ফ্লাইট বাতিল করা হয়েছে ৯ টি।
বিখ্যাত উড়োজাহাজ কোম্পানি ইমিরেটস এক বিবৃতিতে বলেন, আজকের এই প্রাকৃতিক দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আমরা আপাতত সব রকমের ফ্লাইট বন্ধ রেখেছি। যতদ্রুত সম্ভব আমরা আবার ফ্লাইটের স্বাভাবিক সময়সূচি ফিরিয়ে আনার জন্য কাজ করে যাচ্ছে। এই পরিস্থিতিতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে সব ধরনের সহায়তা করছি আমরা।
হঠাৎ দুবাইয়ের বন্যায় ভাসছে বিমানবন্দর
দুবাইয়ের বন্যায় শুধু বিমান বন্দর নয় পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন রকম শপিংমল দোকানপাট ইত্যাদি। হাটু সমান পানিতে ডুবে গেছে বিভিন্ন বাসাবাড়ি এবং দোকানগুলো। দুবাইয়ের পাশাপাশি পাশের প্রতিবেশী বাহরাইনেও বন্যার বেশ প্রভাব পড়েছে। জনজীবনে নেমে এসেছে এক বিশাল দুর্ভোগ।
হঠাৎ নেমে আসা এই প্রচন্ড ঝড় এবং বৃষ্টি প্রথমে ওমান, পরে আরব আমিরাত ও বাহারাইনে আঘাত হানে। ঝরের এই আঘাতে ওমানে শিশুসহ অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে।
সেই সাথে বন্ধ রাখা হয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। বিভিন্ন ব্যবসায়িক এবং সরকারি প্রতিষ্ঠানের লোকজন আপাতত বাসা থেকে কাজ করছেন। দুবাইয়ের বিভিন্ন গণমাধ্যমের বরাত জানা যায়, ১৯৪৯ সালের পর থেকে এটি সবচাইতে রেকর্ড পরিমাণ বৃষ্টি। দুবাইয়ের বন্যায় বিভিন্ন রকম ক্ষয়ক্ষতি এড়ানো জন্য লক্ষ্যে সাধারণ নাগরিককে যথাসম্ভব সতর্ক থাকতে বলা হয়েছে।