স্বপ্নের দেশ আমেরিকায় কে না যেতে চায়। পৃথিবীর অন্যতম শক্তিশালী এবং উন্নত জীবনধারার দেশে প্রতিবছরে অসংখ্য বাঙালি পাড়ি জমা। সারা পৃথিবীতে রয়েছে আমেরিকার প্রভাব। উন্নত চিকিৎসা, শিক্ষা কিংবা বাসস্থান সহ সকল বিষয়ে পৃথিবীর সবচাইতে আকর্ষণীয় দেশ আমেরিকা। অনেকেই জানতে চান আমেরিকান গ্রিন ভিসা পাওয়ার উপায়। তো সেই বিষয়ে আজকের এই লেখাটি।
আপনি যদি বৈধভাবে আমেরিকান গ্রীন ভিসা পেতে চান তাহলে নিচের কয়েকটি উপায় ফলো করতে পারেন।
পারিবারিক ভিসা
আমেরিকা গ্রিন ভিসা পাওয়ার অন্যতম উপায় হচ্ছে পারিবারিক ভিসা। আপনার পরিবারের কোনো সদস্য যদি আমেরিকার স্থায়ী বাসিন্দা হয় তাহলে তিনি আপনাকে ভিসা স্পন্সর করতে পারবেন। একজন আমেরিকান নাগরিক তার স্ত্রী, অবিবাহিত সন্তান, বাবা মা কিংবা ভাই বোনের জন্য ভিসা স্পন্সর করতে পারেন।
ওয়ার্ক ভিসা
আমেরিকায় পাড়ি জমানোর জন্য গ্রিন ভিসা ভিসা প্রাপ্তির আরেকটি উপায় হল ওয়ার্ক পারমিট বা কাজের ভিসা। প্রতিবছরই যুক্তরাষ্ট্রে পৃথিবীর বিভিন্ন দেশ হতে কাজের জন্য অসংখ্য লোক আনা হয়। যদিও এগুলো নির্দিষ্ট মেয়াদের হয়ে থাকে তবুও আমেরিকায় যাওয়ার একটি সুযোগ এনে দেয়। আপনি যে কাজে দক্ষ হন না কেন সেই কাজের উপর ভিত্তি করে আমেরিকায় ওয়ার্ক ভিসার জন্য আবেদন করতে পারবেন।
আমেরিকান গ্রিন ভিসা পাওয়ার উপায়
স্টুডেন্ট ভিসা
আমেরিকার বিভিন্ন ইউনিভার্সিটিতে স্কলারশিপের জন্য আবেদন করে ভিসা পাওয়ার সুযোগ রয়েছে। যদিও এই বিষয়গুলো নির্দিষ্ট মেয়াদের দেয়া হয় তবুও পরবর্তীতে স্থায়ী হওয়ার একটি সুযোগ থেকে যায়।
লটারি
আমরা অনেকেই হয়তো ডিভি লটারি নাম শুনেছি। এর পূর্ণরূপ হচ্ছে ড্রাইভারসিটি ভিসা লটারি প্রোগ্রাম। প্রতিবছর আমেরিকান সরকারের পক্ষ থেকে সারা বিশ্ব থেকে ৫০ হাজার নাগরিককে এই লটারির মাধ্যমে ভিসা প্রদান করা হয়। তবে বাংলাদেশ হতে ডিভি লটারির কার্যক্রমটি আপাতত বন্ধ রয়েছে।
ইনভেস্টর ভিসা
আপনি যদি আমেরিকাতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করতে পারেন তাহলে আপনার জন্য আমেরিকা গ্রিন ভিসা পাওয়া একদম সহজ। এজন্য বিদেশি উদ্যোক্তা হিসেবে আমেরিকাতে কমপক্ষে পাঁচ লাখ ডলার যা বাংলাদেশী টাকায় সাড়ে ৫ কোটি টাকা বিনিয়োগ করতে হবে। সেই সাথে আপনার বিনিয়োগ কৃত প্রতিষ্ঠানে কমপক্ষে ৫ জন আমেরিকার নাগরিককে ফুলটাইম চাকরি দিতে হবে। তাহলে আপনার ভিসা নিশ্চিত।
আশ্রয় প্রার্থী
আপনার নিজ দেশে যদি প্রাণের ভয় থাকে তাহলে আপনি আমেরিকান ভিসা পাওয়ার জন্য সরকারের কাছে আবেদন করতে পারেন। জাতীয়, ধর্ম কিংবা অন্য যে কোন কারণে আপনার প্রাণের হুমকির মধ্যে রয়েছে তাহলে যুক্তরাষ্ট্র সরকার তাকে শরণার্থী হিসেবে আমেরিকান গ্রিন ভিসা প্রদান করে।